গাজীপুর: গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক তরুণের (২০) মৃত্যু হয়েছে। নিহত ওই তরুণের পরনে ছিল ছাই রংয়ের টি-শার্ট ও প্যান্ট।
রোববার (১১ অক্টোবর) সকালে ভাওয়াল গাজীপুর রেলস্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া বাংলানিউজকে জানান, ভাওয়াল-গাজীপুর রেলক্রসিং পার হওয়ার সময় ভোরে ট্রেনের সঙ্গে ধাক্কা খান ওই তরুণ। এতে তার মাথা ফেটে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
সকাল সাড়ে ৭টার দিকে ওই তরুণের মরদহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠনো হয়েছে বলে জানান এএসআই।
বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এইচএ