ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বাজিতপুরে ডাকাতের বল্লমের আঘাতে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
বাজিতপুরে ডাকাতের বল্লমের আঘাতে বৃদ্ধের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ডাকাতের বল্লমের আঘাতে আমরুত মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
 
শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার হালিমপুর ইউনিয়নের পশ্চিম কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।


মৃত আমরুত মিয়া ওই গ্রামের বাসিন্দা।
 
মৃতের পারিবারিক সূত্র জানায়, মধ্যরাতে আমরুত মিয়ার বাড়িতে হানা দেয় একদল ডাকাত। এ সময় ডাকাতদের চিনে ফেললে বাধা দেন আমরুত মিয়া। ডাকাতরা তার পিঠে বল্লম দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, তারা ঘটনাটি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।