ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে হাসপাতাল থেকে আসামির পলায়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
সিলেটে হাসপাতাল থেকে আসামির পলায়ন

সিলেট: কারারক্ষী হেফাজতে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪র্থ তলার ৪নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সামাদ রাব্বানী(২৬) নামে নারী ও শিশু নির্যাতন মামলার এক আসামি পালিয়েছেন।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৩ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।



শনিবার(১০ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে দিকে হাসপাতালের বাথরুটের ভেনটিলেটর ভেঙে পালিয়ে যান তিনি।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ছগীর মিয়া বাংলানিউজকে জানান, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি সামাদ রাব্বানীকে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে বাথরুমে গিয়ে ভেনটিলেটর ভেঙে পালিয়ে যান তিনি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। আর হাসপাতালে ওই আসামির পাহারায় থাকা ৩ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।