বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ আসামিকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ।
রোববার (১১ অক্টোবর) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার হয়।
এরা হলেন, বেনাপোল পোর্টথানার কাগজপুকুর গ্রামের মিজানের ছেলে আতাউর (২৬), ধান্যখোলা গ্রামের মতলেব মোড়লের ছেলে ইনায়েত (২৫), সন্তোষ মন্ডোলের ছেলে মইনুল (৩০), হারাচাঁদের ছেলে ইসমাইল (২৮), শাখারিপোতা গ্রামের খোদা বক্সের ছেলে মিন্টু(২৭), জালাল উদ্দিনের ছেলে হাফিজুর (৩৪) ও গাতিপাড়া গ্রামের মিজানুরের ছেলে ইসরাফিল (২৮)।
পুলিশ জানায়, তাদের কাছে খবর আসে ওয়ারেন্টের পালাতক একাধিক আসামি গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। এসময় পুলিশ অভিযান চালিয়ে বেনাপোলের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
বেনাপোল পোর্ট থানার উপ পরিদর্শক (এসআই) সুজিত বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, গ্রেফতার হওয়া আসামিদের যশোর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এসএইচ