ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

১৪ অক্টোবর থেকে তৃতীয় ফুড প্রো মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
১৪ অক্টোবর থেকে তৃতীয় ফুড প্রো মেলা ছবি :কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ১৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী তৃতীয় ফুড প্রো বাংলাদেশ-২০১৫ মেলা।

এ উপলক্ষে রোববার (১১ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।



এতে জানানো হয়, বাংলাদেশ এগ্রো ফুড প্রসেস অ্যাসোসিয়েশন (বাপা) আয়োজিত এ মেলা ১৪ অক্টোবর বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিন দিন ব্যাপী (১৪-১৭ অক্টোবর) এ মেলার সঙ্গে আরো দুটি মেলা অনুষ্ঠিত হবে। একটি হলো পঞ্চম এগ্রো বাংলাদেশ এক্সপো, অন্যটি রাইস অ্যান্ড ব্রেইন টেক এক্সপো-২০১৫।

সর্ব সাধারণের জন্য উন্মুক্ত এ মেলায় ১০৫টি প্রতিষ্ঠানের ২৩০টি স্টল থাকবে। স্টলগুলো দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত খোলা থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

মেলা আয়োজক কমিটি জানায়, এটি একটি খাদ্য বিষয়ক মেলা। বাংলাদেশি যেসব খাদ্য প্রক্রিয়াজাতকরণ করে বিদেশে রফতানি করা হয় সেসব খাদ্য এই মেলায় প্রদর্শিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাপার সাধারণ সম্পাদক রাজু আহমেদ, রাইস মিল মালিক সমিতির সহ সভাপতি আমির হোসেন, মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান ডিডি ঘোষাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
ইএস/জেডএফ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।