ঢাকা: বিভিন্ন ভুয়া প্রকল্পের নামে ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার( ১১ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে তাকে তলব করে নোটিশ পাঠানো হয়েছে।
দুদকের উপপরিচালক মো. তৌফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই নোটিশে হাসিনা দৌলাকে আগামী ২১ অক্টোবর সকাল সাড়ে ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে ওই নোটিশে। নোটিশের বিষয়টি দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র বাংলানিউজকে নিশ্চিত করেছে।
হাসিনা দৌলার বিরুদ্ধে ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থবছরে বিভিন্ন ভুয়া প্রকল্পের মাধ্যমে শতকোটি টাকার বিল ছাড়ের অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এডিএ/পিসি