ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বাংলাদেশে বিছিন্নভাবে আইএস থাকতে পারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
বাংলাদেশে বিছিন্নভাবে আইএস থাকতে পারে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিছিন্নভাবে জঙ্গি সংগঠন ইসলামি স্ট্রেট (আইএস) এদেশে থাকতে পারে। সংঘবদ্ধভাবে আইএস থাকতে পারে বলে সরকার মনে করছে না।



বাংলাদেশ আইএস জঙ্গি রয়েছে যুক্তরাজ্যের এমন বক্তব্যের জবাবে রোববার (১১ অক্টোবর) সকালে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার চলছে, তাই একাত্তরের পরাজিত শক্তির যারা তারা বিষয়টি মেনে নিতে পারছে না।

মন্ত্রী আরও বলেন, দুই বিদেশী হত্যাকাণ্ডের বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে। এর সঙ্গে জামায়াত-বিএনপি জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে সরকার।

তিনি আরো বলেন, ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সের নির্মাণ কাজ আবারো শুরু হয়েছে। ২০১৬ সালের ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের আগেই কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রায় ১ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে মেহেরপুর শহরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করে গণপূর্ত অধিদপ্তর। সকাল ১০টার দিকে মুক্তিযুক্ত বিষয়ক মন্ত্রী ভবনের ফলক উন্মোচন ও ভবন প্রাঙ্গণে একটি বকুল ফুলের চারা রোপণ করেন।

পরে নতুন ভবনের কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন ও মেহেরপুর-২ আসনের এমপি মকবুল হোসেন,  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, সিভিল সার্জন ডা. মজিবুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।