ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে আদালত প্রাঙ্গণে ২ জনকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
খাগড়াছড়িতে আদালত প্রাঙ্গণে ২ জনকে কুপিয়ে জখম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা জজ কোর্টের সামনে দুই ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করেছেন জেলার সাবেক এক তথ্য কর্মকর্তা।

রোববার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।



এর পরপরই পুলিশ হামলাকারী সাবেক তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেনকে (৩৭) আটক করে। তিনি ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আব্দুল হেকিমের ছেলে।

এদিকে, আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দিন ভূঁইয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে আনোয়ার হোসেন ধারালো দা হাতে নিয়ে ‘লাদেন’ ‘লাদেন’ বলে চিৎকার দিয়ে আব্দুল হান্নান (৭০) নামে এক ফেরিওয়ালার ওপর হামলা করেন। এ সময় তাকে রক্ষায় এগিয়ে আসলে ‍আরেকজনকে কুপিয়ে জখম করেন।

ওসি আরো জানান, পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। প্রাথমিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আটক আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে খাগড়াছড়িতে জেলা তথ্য অফিসার হিসেবে কর্মরত ছিলেন। নিজ এলাকায়  একটি হত্যা মামলার কারণে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।