বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে এক কেজি গাঁজাসহ হিরা খাতুন (২০) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে পোর্ট থানা পুলিশ তাকে আটক করে।
আটক হিরা খাতুন বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের হামিদ সরদারের মেয়ে।
পুলিশ জানায়, বেনাপোল রেলস্টেশন এলাকায় পুলিশের টহল চলাকালীন ওই তরুণীকে দেখে পুলিশের সন্দেহ হয়। পরে তার হাতব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজা পাওয়া যায়।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) সুজিত বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক তরুণীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এএটি/এসআর