সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে জয়নাল আবেদীন (৫০) নামে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, সকাল ৯টার দিকে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সিকন্দপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল মালিক (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
** দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত
সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৫৫ জন আহত হন। গুরুতর আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে হাসপাতাল থেকে ১১ জন ও ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। আটকদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
সুনামগঞ্জের দিরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার সুরত আলম এসব তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে গ্রামের নূরুল আমিনের ছেলে জুনায়েদ ও একই গ্রামের চুনু মিয়ার ছেলে সুমনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রোববার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল মালিকের মৃত্যু হয় এবং উভয় পক্ষের কমপক্ষে ৫৫ জন আহত হন।
আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে বিকেলে জয়নাল আবেদীন চিকিৎসাধীন আবস্থায় মারা যান।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বায়েছ আলম বাংলানিউজকে জানান, সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে ৫ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৬ জন ও ঘটনাস্থল থেকে এক জন আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫/আপডেটেড: ২০০১
এমজেড