ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

‘বিমান-পর্যটনের কাজ সময় মতো করার নির্দেশ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
‘বিমান-পর্যটনের কাজ সময় মতো করার নির্দেশ’ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন

ঢাকা: মন্ত্রণালয়ের অধীনের সব সংস্থার যাবতীয় কাজ নির্ধারিত সময়ের আগে শেষ করার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
 
এসব কাজ যথাসময়ে এবং যথাযথভাবে শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মনোযোগী হতে বলেন তিনি।


 
রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়টির সম্মেলন কক্ষে অধীন সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে স্ব স্ব সংস্থার ২০১৫-২০১৬ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে মেনন বলেন, দেশের পর্যটন শিল্প ও বিমান পরিবহনের মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর সঙ্গে আমরা যুক্ত। আশা করি, এ বিষয়টি মনে রেখে মন্ত্রণালয়ের অধীনে সংস্থাগুলোর কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ করার ব্যাপারে সংশ্লিষ্টরা মনোযোগী হবেন।
 
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী মন্ত্রণালয়ের পক্ষে অধীনস্থ সংস্থাগুলোর সঙ্গে করা আলাদা আলাদা চুক্তিতে সই করেন।
 
রাশেদ খান মেনন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। পর্যটকদের আতিথেয়তাসহ প্যাকেজিং করতে সবার সহযোগিতা প্রয়োজন। প্রকৃত অর্থেই ২০১৬ সালকে আমরা পর্যটন বর্ষ হিসেবে দেখতে চাই।
 
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এসকেএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।