সাভার (ঢাকা): সাভারে অজ্ঞাত পরিচয় যুবকের (৩০) অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
রোববার (১১ অক্টোবর) সাভারের কমলাপুর সাদুল্যাপুর তুরাগ নদী থেকে মৃতদেহ উদ্ধারটি করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিকেলে সাদুল্যাপুর এলাকায় তুরাগ নদীতে এক যুবকের অর্ধগলিত মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। মৃতদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
তিনি আরও জানান, যুবকটির পরনে প্যান্ট-শার্ট ছিলো। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
আরএম