ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

শেরপুরের সাবেক এমপি আনিসুর রহমানের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
শেরপুরের সাবেক এমপি আনিসুর রহমানের মৃত্যু মো. আনিসুর রহমান

শেরপুর: শেরপুর অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, প্রবীণ রাজনীতিক ও  সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ অ্যাডভোকেট মো. আনিসুর রহমান মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১১ অক্টোবর) বেলা ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে শেরপুর শহরের খরমপুর এলাকার নিজ বাসায় তিনি মারা যান।



মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, চার কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় পৌর ঈদগাহ মাঠে জানাজা শেষে কসবা কাঠগড় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

অ্যাডভোকেট আনিসুর রহমানের মৃত্যুতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার ফজলুর হক চান, সংরক্ষিত মহিলা আসনের এমপি ফাতেমাতুজ্জহুরা শ্যামলী গভীর শোক প্রকাশ করেছন।

এছাড়া, জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, শেরপুর প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, মুক্তিযোদ্ধা সংসদ, পৌর মেয়র, চেম্বার অব কমার্সসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়।

আনিসুর রহমান ১৯৭৩ সালে জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু তাকে শেরপুর জেলা গভর্নর হিসেবে মনোনীত করেন। পর্যায়ক্রমে তিনি শেরপুর থানা, মহকুমা ও জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।