ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

নবীগঞ্জে বাসচাপায় স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
নবীগঞ্জে বাসচাপায় স্কুলছাত্রীর মৃত্যু ছবি: প্রতীকী

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মিনিবাসের চাপায় অপি আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
 
শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার ভাঙ্গারপুল এলাকায় নবীগঞ্জ- আউশকান্দি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।


 
নিহত অপি হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের ফয়জুল হকের মেয়ে। সে নবীগঞ্জ উপজেলার বাজখাশারা গ্রামে মামার বাড়িতে থেকে স্থানীয় আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করতো।
 
স্থানীয়রা জানায়, বিকেলে স্কুল শেষে অপি হেঁটে মামার বাড়িতে ফিরছিল। পথে কুর্শি ইউনিয়নের ভাঙ্গারপুল এলাকায় আউশকান্দি থেকে নবীগঞ্জগামী ইমা পরিবহনের একটি বাস অপিকে চাপা দেয়।  
 
স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এদিকে, দুর্ঘটনার পর পরই বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা নবীগঞ্জ- আউশকান্দি সড়ক অবরোধ করে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে আধা ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
 
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন খান দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।