কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীর অধুনালুপ্ত ছিটমহল দাশিয়াড়ছড়ায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ ব্যাপারে বিওপি পর্যায়ে সোমবার (১১ অক্টোবর) ভারতীয় ৪২ ব্যাটালিয়নের বিএসএফের সাবরি বিওপির সঙ্গে বিজিবির সীমান্ত নিরাপত্তা নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
বিজিবি সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফুলবাড়ী উপজেলার আন্তজার্তিক পিলার নম্বর ৯২৯ থেকে ৯৪৯ নম্বর পিলার পর্যন্ত মোট ৩৬ কিলোমিটার সীমান্ত জুড়ে বিজিবি ও বিএসএফ ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ৩৬ কিলোমিটার সীমান্ত জুড়ে বিজিবির পাশাপাশি পুলিশের টহলও জোরদার করা হয়েছে।
চলতি মাসের ১৫ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধুনালুপ্ত ছিটমহল দাশিয়াড়ছড়ায় নতুন ইউনিয়ন পরিষদের ভিত্তি প্রস্তর স্থাপন এবং পরে ছিটমহলবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিবেন।
কুড়িগ্রামের ৪৫ বিজিবির গংগারহাট বিওপি কমান্ডার হাবিলদার আ. রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমাদের টহল জোরদার রয়েছে। এছাড়া বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গেও আমরা কথা বলবো।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
আরএ