ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

চাটমোহরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
চাটমোহরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু ছবি: প্রতীকী

পাবনা: পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর এলাকায় গুমানি নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
 
রোববার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।



নিহতরা হলো, চিনাভাতকুর গ্রামের আককাস আলীর মেয়ে জ্যোতি (৭) ও একই গ্রামের আনসার আলীর মেয়ে সুমাইয়া (৮)।  

উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, রোববার বিকেল ৩টার দিকে বাড়ির পাশে গুমানী নদীর পাড়ে খেলা করতে যায় জ্যোতি ও সুমাইয়া। খেলার ছলে তারা হঠাৎ নদীতে পড়ে প্রচণ্ড স্রোতে ভেসে যায়। এলাকাবাসী প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তাদের উদ্ধার করে দ্রুত চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।