ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

শার্শায় ৭৩ লাখ টাকার কাপড় জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
শার্শায় ৭৩ লাখ টাকার কাপড় জব্দ

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলা সীমান্ত থেকে ৭৩ লাখ টাকা মূল্যের থান কাপড় ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।



রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার সীমান্তবর্তী গ্রাম সরসকাঠিতে এসব কাপড় জব্দ করা হয়।

২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুর রহিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জব্দকৃত মাল বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতীয় চোরাচালান পণ্যের একটি চালান শার্শা সীমান্ত পথে বাংলাদেশের সরসকাঠিতে আসে। এমন সময় বিজিবি অভিযান চালালে চোরাচালানিরা মালপত্র রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে উন্নতমানের ৫ হাজার ২৬৫ মিটার থান কাপড়, ৩৫৩ পিস শাড়ি জব্দ করা হয়।

যার আনুমানিক বাজার মূল্য ৭৩ লাখ ৮৩ হাজার টাকা বলে জানায় বিজিবি।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।