ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

শাবিপ্রবি ছাত্রফ্রন্টের সভাপতি অপু, সম্পাদক রুদ্র

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
শাবিপ্রবি ছাত্রফ্রন্টের সভাপতি অপু, সম্পাদক রুদ্র ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হয়েছেন অপু কুমার দাস এবং প্রসেনজিৎ রুদ্রকে সাধারণ সম্পাদক করা হয়েছে।



রোববার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ছাত্রফ্রন্টের ৮ম কাউন্সিলে এ কমিটি ঘোষণা করা হয়।

শাবিপ্রবি শাখার সদ্য সাবেক আহ্বায়ক অনীক ধরের সভাপতিত্বে কাউন্সিলে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অপু কুমার দাস।

বক্তব্য দেন-সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানা, ছাত্রফ্রন্ট নেতা ইশরাত রাহী রিশতা, প্রসেনজিৎ রুদ্র ও তৌহিদুজ্জামান জুয়েল।

পরে দুপুর ২টায় ইউনিভার্সিটি সেন্টারে এক আলোচনা সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

এর আগে শিক্ষাকে বাণিজিকীকরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন সংগঠনের নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়:১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।