বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে অবৈধ পারাপারের অভিযোগে এক ভারতীয় নাগরিক ও ১৩ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রোববার (১১ অক্টোবর) পৃথক তিনটি অভিযানে সীমান্তবর্তী বেনাপোল ও পুটখালী সড়ক থেকে তাদের আটক হয়।
আটক ভারতীয় নাগরিক হলেন নদীয়া জেলার কৃষ্ণনগর থানাধীন উত্তর কালিনগর গ্রামের রবি সরদারের ছেলে কৃষ্ণ সরকার (১৮)।
আটক বাংলাদেশিদের নাম তাৎক্ষণিক জানা যায়নি। তবে, তারা যশোর, নড়াইল ও সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে জানা গেছে।
বিজিবি জানায়, পৃথক তিন অভিযানে সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় ও ১৩ বাংলাদেশিকে আটক করা হয়। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজিত বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এমজেড