রাজশাহী: দুই দিনের সরকারি সফরে সোমবার (১২ অক্টোবর) রাজশাহী যাচ্ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী আঞ্চলিক তথ্য অধিদফতরের সহকারী তথ্য কর্মকর্তা নাফেয়ালা ইসলাম এ তথ্য জানান।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তথ্যমন্ত্রী বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আয়োজিত রাজশাহী অঞ্চলের সাংবাদিকতা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
সভা শেষে ওইদিনই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন তথ্যমন্ত্রী।
এছাড়া কোনো রাজনৈতিক কর্মসূচি নেই বলেও জানিয়েছেন ওই তথ্য কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এসএস/এমএ