ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে অনুমোদনবিহীন কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
গাজীপুরে অনুমোদনবিহীন কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের আধেপাশা বাসন সড়ক এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া পশুখাদ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে প্লানেট ফার্মা নামে একটি প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।



রোববার (১১ অক্টোবর) বিকেলে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম এ রায় দেন। এ সময় র‌্যাব ও পশুসম্পদ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক মো. জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, নগরীর আধেপাশা বাসন সড়ক এলাকায় প্লানেট ফার্মা নামে পশুখাদ্য তৈরির একটি কারখানা রয়েছে। কারখানার মালিক আবদুর রহিম কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে পশুখাদ্য তৈরি ও বিপনন করে আসছেন। রোববার বিকেলে ভ্রামমাণ আদালত কারখানাটিতে অভিযান চালিয়ে এর মালিককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে কারখানাটি সিলগালা করারও আদেশ দেন আদালত।

তিনি আরও জানান, এ সময় কারখানা মালিক জরিমানার টাকা পরিশোধ করেন। পরে কারখানাটি সিলগালা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।