ঢাকা: বিভিন্ন প্রকল্প থেকে এক কোটি ৬৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা জেলা পরিষদের সাবেক উপ-সহকারী প্রকৌশলীসহ ৭০ জনের বিরুদ্ধে ১৫টি মামলা দায়ের করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১১ অক্টোবর) কমিশন এসব মামলার অনুমোদন দিয়েছে।
সূত্র আরও জানিয়েছে, ২০১৩-১৪ অর্থ বছরে প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে জেলা পরিষদের ১৫টি ভুয়া ও অস্তিত্বহীন প্রকল্পের বিপরীতে ওই টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়। পাশাপাশি এ সংক্রান্ত রেকর্ড ও নথিপত্র নষ্ট করে ফেলা হয়।
এসব অভিযোগ আমলে নিয়ে দুদক অনুসন্ধান শুরু করে। সংস্থাটির উপ-রিচালক জাহাঙ্গীর আলম, দুই সহকারী পরিচালক শেখ আবদুস সালাম ও আবুবকর সিদ্দিক এসব অভিযোগ অনুসন্ধান করেন। অনুসন্ধান শেষে তারা মামলার সুপারিশ করলে কমিশন তা অনুমোদন করে।
মামলায় ঢাকা জেলা পরিষদের সাবেক উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মফিজুর রহমান, সোনালী ব্যাংকের ডিস্ট্রিক্ট কাউন্সিল হল শাখার সিনিয়র অফিসার জসিম উদ্দিন আহমেদ চৌধুরীসহ মোট ৭০ জনকে আসামি করা হবে।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এডিএ/আরএম