ঢাকা: গাজীপুর জেলার পূবাইল বশুগাঁও এলাকার স্থানীয় ইমাম উদ্দিন এন্টার প্রাইজের একটি ভাঙাড়ির দোকানে পুরান পারফিউমের বোতল বিস্ফোরণে পাঁচ কর্মচারী দগ্ধ হয়েছেন।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন-আব্দুল লতিফ (৩৫), মো. হাসমত (৩৩), মো. ইয়াকুব আলী (২৫), জাহিদুল ইসলাম (২০) ও মো. সোহেল (১৮)।
এ ঘটনার পরেই স্থানীয় বাসিন্দা কাওসার হোসেনসহ অন্যরা মিলে দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে নিয়ে যান।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে জাহিদুলের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এজেডএস/টিআই