ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

কূটনৈতিক পাড়ায় বিজিবির টহল অব্যাহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
কূটনৈতিক পাড়ায় বিজিবির টহল অব্যাহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: র‌্যাব, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও রাজধানীর কূটিনৈতিক পাড়া গুলশান, বারিধারা ও বনানী এলাকায় নিরাপত্তা টহল অব্যহত রেখেছেন।

রোববার (১১ অক্টোবর) তাদের দ্বিতীয় দিনের মতো টহল চলছে।

সন্ধ্যা ৬টা থেকে তাদের টহল শুরু হয়েছে, চলবে সোমবার (১২ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা  বলেন, গুলশান, বারিধারা ও কূটনৈতিক পাড়ায় টহল অব্যহত রেখেছে বিজির সদস্যরা।

অন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে তারা ওইসব এলাকায় নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন।

তিনি আরো বলেন, শনিবারের ন্যায় রোববারও দুই প্লাটুন বিজিবি কূটনৈতিক পাড়ায় টহল দিচ্ছে।

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কূটনৈতিক পাড়ায় বিজিবি’র টহল অব্যহত থাকবে বলে জানান মোহসিন রেজা।  

গত ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে তাবেলা সিজার (৫০) নামে এক ইতালিয়ান নাগরিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি গুলশানে নেদারল্যান্ডস ভিত্তিক একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। এর মাত্র কয়দিন পর ৩ অক্টোবরে রংপুরের কাউনিয়া উপজেলার মাহীগঞ্জে জাপানের নাগরিক কুনিং হোশিকে হত্যা করে একদল দুর্বৃত্ত।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এনএইচএফ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।