ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

সোমবার অষ্টগ্রাম যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
সোমবার অষ্টগ্রাম যাচ্ছেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ: ভাটির শার্দুল রাষ্ট্রপতি আবদুল হামিদ সোমবার (১২ অক্টোবর) অষ্টগ্রাম আসছেন।

এদিন বিকেল ৩টার দিকে তিনি নিজের নামে ধলেশ্বরী নদীর উপর নির্মিত ‘রাষ্ট্রপতি আব্দুল হামিদ সেতু’ ও ম্যুরাল উদ্বোধন করবেন।

পরে অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক নাগরিক সমাবেশে যোগদান করবেন।
 
অষ্টগ্রামে তিনি রাত্রিযাপন করে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টা ১০ মিনিটে হেলিকপ্টারে করে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন। দুপুর ১টা ২০ মিনিটে বঙ্গভবনে উপস্থিত হওয়ার কথা রয়েছে তার।
 
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থাসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির সফরকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো এলাকা।

কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) আসনের সাতবারের নির্বাচিত সংসদ সদস্য তিনি।

রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রটোকল অফিসার শেখ রাসেল হাসান ২৭ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরিত একটি চিঠি মাধ্যমে রাষ্ট্রপতির সফর নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।