ঢাকা: রাজধানীর হাতিরঝিল এলাকার নূরানী মাদ্রাসার সামনের রাস্তায় প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই রাস্তায় সাইকেল চালিয়ে যাওয়ার সময় প্রাইভেটকারটি ওই কিশোরকে ধাক্কা দেয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত কিশোরের বয়স আনুমানিক ১৪ বছর হবে, তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এজেডএস/টিআই