ঠাকুরগাঁও: জেলার পীরগঞ্জে আঞ্চলিক মহিলা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার রামদেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক।
এ সময় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় রামদেবপুর উচ্চ বিদ্যালয়ের মহিলা দল ২-০ গোলে রানীশংকৈল রাঙাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল দলকে পরাজিত করে।
টুর্নামেন্টের আয়োজক ক্রীড়া সংগঠক বাদশারুল ইসলাম বাংলানিউজকে জানান, এই টুর্নামেন্টে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার ছয়টি দল অংশ নিয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
টিআই