ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ডোমারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
ডোমারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় পুকুরের পানিতে ডুবে বাপ্পি রহমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার গোমনাতি ইউনিয়নের উত্তর গোমনাতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।



বাপ্পি উত্তর গোমনাতি গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে তৌহিদুল ইসলাম ছেলে বাপ্পি ও ভাতিজা সাগরকে নিয়ে পুকুরে গোসল করতে যান। তাদের পুকুরের পাশে বসিয়ে রেখে গরু দেখতে গেলে বাপ্পি ও সাগর পুকুরে নেমে ডুবে যায়।
 
কিছুক্ষণ পর সেখানে এসে তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পান তিনি। এ সময় স্থানীয়দের সহায়তায় বাপ্পিকে মৃত ও সাগরকে জীবিত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়।
 
গোমনাতি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রবিউল ইসলাম রাব্বী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সাগরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।