মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কসহ দেশের সব সড়ক ও মহাসড়কের জমি দখলমুক্ত করতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক পরিদর্শনকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সড়ক ও মহাসড়কের জমি অবৈধভাবে দখল করে থাকা ব্যক্তিরা যতোই প্রভাবশালী হোক না কেন তাদের বিরুদ্ধে অভিযান চালাবে প্রশাসন। এ অভিযান একমাস পরেই শুরু হবে বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, যেকোন মূল্যে পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। আমরা যতই উন্নয়নমূলক কাজ করি না কেন, শৃঙ্খলা না থাকলে তা কোনো কাজে আসবে না।
এ সময় আদালতের নির্দেশ অনুযায়ী মহাসড়কে তিন চাকার যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধের জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দেন।
মহাসড়ক পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, সড়ক ও জনপদ বিভাগের মানিকগঞ্জের প্রধান প্রকৌশলী মহিবুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এমজেড