কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় চিকিৎসকের অবহেলায় আজিজুর রহমান (৩০) নামে এক রোগী মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর করেছে স্বজনরা।
এ ঘটনায় মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল সাফিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে সাত সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। আজিজুর রহমান করিমগঞ্জ পৌরসভার নয়াকান্দি গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, আজিজুর রহমান অনেকদিন থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন। রোববার সন্ধ্যার দিকে আজিজুরের অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে সেখানেই তার মৃত্যু হয়। এ সময় পরিবারের সদস্যরা অভিযোগ করেন, জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল সাফির অবহেলার কারণেই আজিজুরের মৃত্যু হয়।
চিকিৎসকের অবহেলার কারণে রোগীর মৃত্যুর অভিযোগে আজিজুরের স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগের জানালার গ্লাস ভাঙচুর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কিশোরগঞ্জ জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় ডা. আব্দুল্লাহ আল সাফিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সুষ্ঠু তদন্তের জন্য করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার মজুমদার বাংলানিউজকে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
আরএ