সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে তিন যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নে অভিযান চালিয়ে জঙ্গি প্রশিক্ষণ সামগ্রী, সিডি ও জিহাদী বইসহ তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শানগাছা গ্রামের আব্দুস সাত্তার আকন্দের ছেলে ইদ্রিস আলী আকন্দ (২৬), ওমর আলী আকন্দ (২৪) ও একই ইউনিয়নের রাঘববাড়িয়া গ্রামের সোয়েদ হোসেনের ছেলে বেলাল হোসেন (২৫)।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
আরএ