শেরপুর: জেলার নালিতাবাড়ী থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক মনিরুল ইসলাম মনিরকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
সংবাদ প্রকাশের জের ধরে রোববার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে মোবাইল ফোনে তাকে এ হুমকি দেওয়া হয়।
মনিরুল ইসলাম জানান, এলাকার বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধ নিয়ে সংবাদ প্রকাশ করায় বিশেষ একটি মহল তার ওপর নাখোশ ছিল। রোববার তার সম্পাদিত কাগজে এমনই একটি অপরাধ বিষয়ক প্রতিবেদন প্রকাশ হলে একইদিন রাত আটটার দিকে মোবাইল ফোনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
আরএইচ