ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ীতে স্থানীয় পত্রিকার সম্পাদককে হত্যার হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
নালিতাবাড়ীতে স্থানীয় পত্রিকার সম্পাদককে হত্যার হুমকি

শেরপুর: জেলার নালিতাবাড়ী থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক মনিরুল ইসলাম মনিরকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

সংবাদ প্রকাশের জের ধরে রোববার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে মোবাইল ফোনে তাকে এ হুমকি দেওয়া হয়।



মনিরুল ইসলাম জানান, এলাকার বিভিন্ন ‍অনিয়ম, দুর্নীতি ও অপরাধ নিয়ে সংবাদ প্রকাশ করায় বিশেষ একটি মহল তার ওপর নাখোশ ছিল। রোববার তার সম্পাদিত কাগজে এমনই একটি অপরাধ বিষয়ক প্রতিবেদন প্রকাশ হলে একইদিন রাত আটটার দিকে মোবাইল ফোনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।