ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৯১ বোতল হুইস্কি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় ৪৯১ বোতল হুইস্কি আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: জেলার কসবা সীমান্ত এলাকা থেকে ৪৯১ বোতল হুইস্কি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১২ ব্যাটালিয়নের সদস্যরা।

রোববার (১১ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে ভারত সীমান্তবর্তী কসবা উপজেলার আখর গ্রামের সড়কে অভিযান চালিয়ে এসব হুইস্কি আটক করা হয়।



১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, বিজিবির কসবা বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) টহল কমান্ডার নায়েক শ্রী পরিতোষ সীমান্তবর্তী ওই সড়কে চেকপোস্ট বসিয়ে সিএনজি অটোরিকশায় তল্লাশি চালাচ্ছিলেন। এসময় সেখানে লাইনে থাকা দু’টি  রিক্সার আরোহী ও চালক রিক্সা রেখে পালিয়ে যায়। পরে ওই দুই রিক্সায় তল্লাশি করে ৪৯১ বোতল বিদেশি হুইস্কি পাওয়া যায়।

উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য সাড়ে আট লাখ টাকা বলে জানান মো. নজরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২২৫৯ ঘন্টা, অক্টোবর ১১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।