ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে পদ্মায় ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
রাজশাহীতে পদ্মায় ডুবে শিশুর মৃত্যু

রাজশাহী: পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আসিফ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

তবে রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি জানাজানি হয়।

নিহত আসিফ মতিহারের বাজে কাজলা এলাকার আজাদের ছেলে। সে কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

রাজশাহী সদর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার (এসও) শরীফুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে গোসল করার কথা বলে বাড়ি থেকে বের হয় আসিফ। গোসলেরই কোনো এক সময় সে পানিতে ডুবে যায়।

অনেক খোঁজ করেও কোনো সন্ধান না পাওয়ায় আসিফের পরিবার পরে ‍দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে দমকল বাহিনীর একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পদ্মা নদীর ওই পয়েন্টে অভিযান চালিয়ে শিশু আসিফের মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।