দিনাজপুর: সম্প্রতি দুই বিদেশি নাগরকি হত্যার ঘটনায় দিনাজপুরে অবস্থানরত পাঁচ শতাধিক বিদেশি নাগরিকের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিয়া।
তিনি জানান, দিনাজপুর জেলার বড়পুকুরিয়া কয়লা খনি, হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), দিনাজপুর মেডিকেল কলেজ, মধ্যপাড়া কঠিন শিলাসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত ৫১৫ জন বিদেশি নাগরিককে নিকটস্থ থানায় ছবিসহ যোগাযোগ করতে বলা হয়েছে।
৫১৫ জনের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫৬ জন, পার্বতীপুর উপজেলায় ৩৪৭ জন, বোচাগঞ্জ উপজেলায় দু’জন, খানসামা উপজেলায় একজন, ফুলবাড়ী উপজেলায় তিনজন, কাহারোল উপজেলায় দু’জন ও ঘোড়াঘাট উপজেলায় চারজন বিদেশি নাগরিক রয়েছেন।
দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুজ্জামান বাংলানিউজকে জানান, বিদেশি নাগরিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রশাসনের কাছে চিঠি দেওয়া হয়েছিলো। পরে পুলিশের পক্ষ থেকে খনি এলাকায় কর্মরত বিদেশিদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান পিপিএম বাংলানিউজকে জানান, দিনাজপুর সদর উপজেলায় অবস্থানরত ১৫৫ জন বিদেশি নাগরিকের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
দিনাজপুর পুলিশ সুপার (এসপি) রুহল আমিন বাংলানিউজকে জানান, দিনাজপুর জেলায় অবস্থানরত বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে ৠাব, পুলিশ ও গোয়ান্দা সংস্থা তৎপর রয়েছে।
বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
আরএইচ