ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে যুবককে কুপিয়ে টাকা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
রাজধানীতে যুবককে কুপিয়ে টাকা ছিনতাই

ঢাকা: রাজধানীর বনানী এলাকায় বেলাল হোসেন (২২) নামে এক যুবককে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ির সৈনিক ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।



ঘটনার সময় বেলাল হোসেনের সঙ্গে থাকা আল-আমিন বাংলানিউজকে জানান, তারা ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকায় মেসার্স রুমানা ট্রেডার্স ও মায়ের দোয়া এন্টারপ্রাইজের কর্মচারি। চালের আড়ত দু’টি একই মালিকের মালিকানাধীন। বনানীর কড়াইল এলাকায় তাগাদা শেষে ফেরার পথে সৈনিক ক্লাব সংলগ্ন ফুটওভারব্রিজের পাশে ৫/৬ জন ছিনতাইকারী বেলালকে এলোপাতাড়ি কোপায়। এরপর তার কাছে থাকা এক লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা দ্রুত সরে পড়ে। এ সময় ছিনতাইকারীরা আল আমিনকেও চড়-থাপ্পর মারে।

আল আমিন বলেন, এরপর বেলালকে উদ্ধার করে আমি দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসি।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ জানান, ছিনতাইয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।