ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার থেকে পরিবহন ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার থেকে পরিবহন ধর্মঘট ছবি: প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ সোমবার (১২ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে।

মহাসড়কে (ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট) তিন চাকার যান চলাচল বন্ধসহ ছয় দফা দাবিতে তারা এই ধর্মঘট আহ্বান করেছেন।

সোমবার সকাল ছয়টা থেকে ধর্মঘট শুরু হবে।

জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া বাংলানিউজকে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিক্রম করা দু’টি জাতীয় মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধ করতে স্থানীয় প্রশাসনের কাছে বারবার দাবি জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। এই পরিপ্রেক্ষিতে পরিষদের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করা হয়েছে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে এ সময় জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২৩৮ ঘন্টা, অক্টোবর ১২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।