ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

প্রতিমা তৈরির মাটির কাজ প্রায় শেষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
প্রতিমা তৈরির মাটির কাজ প্রায় শেষ ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরির মাটির কাজ প্রায় শেষ।
 
সোমবার (১২ অক্টোবর) গভীর রাতে সরেজমিনে দেখা যায়, রাজধানীর শাঁখারি বাজারে প্রতিমা তৈরিতে ব্যস্ত সুশীলনন্দি ও তার সহযোগী সুদেব চন্দ্র পাল।


 
সুশীলনন্দি বাংলানিউজকে জানান, মাটির কাজ প্রায় শেষ। শুধু গয়না তৈরি বাকি। সোমবার রাতেই প্রতিমার সব গয়না তৈরি করব। কাল থেকে শুরু হবে রঙয়ের কাজ।
 
‘আজ (সোমবার) সকাল ৫টায় শুরু হবে মহালয়া। আর ১৯ অক্টোবর ষষ্ঠী। সব প্রতিমা ১৯ তারিখে নিয়ে যাবে’ জানান সুশীলনন্দি।

দুর্গা, অসুর, সিংহ, মহিষ, লক্ষ্মী, সরস্বতি, কার্তিক ও গনেশ- এই সাত আকৃতি তৈরি করতে হয় দুর্গাপূজায়।
 
ঐতিহ্যবাহী শাঁখারি বাজারে সুশীলনন্দি, হরিপদ, রিপন পাল ও পল্টন পালের পরিবারগুলোই এখন প্রতিমা তৈরির কাজ করেন। ছোট প্রতিমা তৈরি করেন রিপন পাল ও পল্টন পাল। হরিপদ ও সুশীলনন্দি সব প্রতিমা তৈরি করেন।

হরিপদ পালের শরীর খারাপ থাকায় গভীর রাত পর্যন্ত একাই কাজ চালিয়ে যাচ্ছেন সুশীলনন্দি। এ বছর চারটি প্রতিমা তৈরির কাজ করছেন তিনি। তবে গত বছর ৭টি প্রতিমা তৈরি করেছিলেন।

এ বছর প্রতিমা তৈরি কম কেন- জানতে চাইলে তিনি বলেন, অর্ডার পেলে কাজ করি। এবার অনেক দেরিতে অর্ডার এসেছে, তাই কম কাজ নিয়েছি।
 
বিক্রমপুর, ধামরাইল ও নাঙ্গরগঞ্জ থেকে মাটি এনে দুর্গা ও কালী পূজার প্রতিমা তৈরি করেন এখানকার মৃৎশিল্পীরা, জানালেন সুশীলনন্দি।
 
বাংলাদেশ সময়: ০৪০০ ঘন্টা, অক্টোবর ১২, ২০১৫
এফবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।