ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে কারারক্ষী হেফাজতে পলাতক আসামি হবিগঞ্জে গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
সিলেটে কারারক্ষী হেফাজতে পলাতক আসামি হবিগঞ্জে গ্রেফতার

সিলেট: কারারক্ষী হেফাজতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পলাতক নারী ও শিশু নির্যাতন মামলার আসামি সামাদ রাব্বানীকে (২৬) হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে হবিগঞ্জের মাধপুর থেকে হাতকড়া পরিহিত অবস্থায় তাকে গ্রেফতার করেন থানার উপ-পরিদর্শক (এসআই) বিমল চন্দ্র।



বিষয়টি নিশ্চিত করে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সগির মিয়া বাংলানিউজকে বলেন, হাতকড়াসহ গ্রেফতার সামাদ রাব্বানীকে মাধবপুর থানা হেফাজতে রাখা হয়েছে। তাকে সোমবার সিলেট কেন্দ্রীয় কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে।

শনিবার (১০ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে কারারক্ষী হেফাজতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার ৪নং ওয়ার্ডে চিকিৎসাধীন থাকাবস্থায় বাথরুমের ভেন্টিলিটারের গ্রিল কেটে সামাদ রাব্বানী পালিয়ে যান।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৩ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।   

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘন্টা, অক্টোবর ১২, ২০১৫
এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।