ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ কেজি গাঁজা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ কেজি গাঁজা উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকা থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (১২ অক্টোবর) সকাল ছয়টার দিকে ভারত সীমান্তবর্তী উপজেলার মঈনপুর গ্রামের ধানের জমি থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।



১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, তিন মাদক পাচারকারী মাথায় করে গাঁজার বস্তা ভারত থেকে নিয়ে আসছিল। এ সময় তাদের ধাওয়া করে বিজিবির কসবা উপজেলার মঈনপুর বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) সদস্যরা। ধাওয়া খেয়ে পাচারকারীরা বস্তাগুলো ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে বস্তা তিনটি উদ্ধার করে তার ভেতর ৫০ কেজি গাঁজা পাওয়া যায়।

এছাড়া বিজিবির একটি টহল দল আখাউড়া সীমান্তের আজমপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫/আপডেট: ১০০৭ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।