ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

তুলির আঁচড়ে ফুটছে প্রতিমার রূপ

নাসির উদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
তুলির আঁচড়ে ফুটছে প্রতিমার রূপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: শুভ মহালয়ার বার্তা জানান দিচ্ছে, আর মাত্র ক’দিন পরই শারদীয় দুর্গোৎসব। হিন্দু ধর্মাবলম্বীসহ সবাই মেতে উঠবেন বাঙালির সার্বজনীন এ উৎসবে।

মন্দিরে মন্দিরে চলবে পূজার্চনা আর আরাধনা। তাই শেষ মুহুর্তে চলছে প্রতিমার রূপসজ্জা।

এখন তুলির আঁচড়ে রাঙিয়ে তোলা হচ্ছে প্রতিমাগুলো। দুর্গাপূজাকে সামনে রেখে সিলেটের সর্বত্র চলছে ব্যাপক প্রস্তুতি। পূজামণ্ডপগুলোকে সাজিয়ে তুলছে পূজা কমিটিগুলো। চলছে মঞ্চ তৈরিসহ শেষ মুহূর্তের আনুষঙ্গিক কাজ।

সিলেট নগরীর বিভিন্ন মন্দির ও মণ্ডপে মণ্ডপে প্রতিমায় তুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা। তাদের হাতের তুলির আঁচড়ে ফুটে উঠছে দুর্গাদেবী, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গনেশ ও  অসুরের রূপ।

সরেজমিনে সিলেট নগরীর দাড়িয়াপাড়া চৈতালী, সনাতন যুব ফোরাম, কাজল শাহ, লামাবাজার তিন মন্দির, রাজবাড়ী, রামকৃষ্ণ মিশন, বলরাম জিউর আখড়া, গোপালটিলা ও যতরপুর, চালিবন্দর, মাছিমপুর, তোপখানা মন্দির ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

সিলেটের শিবগঞ্জের প্রতিমা কারিগর অনন্ত বাংলানিউজকে বলেন, সব কাজ প্রায় শেষ। এরই মধ্যে দেবীর গায়ে গহনা জুড়ে দেওয়া হয়েছে। এবার রং-তুলির কাজ চলবে। সোমবারের (১২ অক্টোবর) মধ্যেই অবশিষ্ট কাজ সম্পন্ন হবে।

নগরীর পনিটুলা এলাকার প্রতিমাশিল্পী বিষ্ণু পাল বলেন, সিলেটে অসংখ্য প্রতিমা তৈরি হয়। আর দেবীর প্রতিমা বানানোর ক্ষেত্রে স্বাচ্ছন্দে কাজ করেন তারা। বছরের এ সময়টাতে তারা বেশি আয় করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটে এবার দুই হাজার ৪শ’৪টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এবার নতুন মণ্ডপ বেড়েছে ৪৮টি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বাংলানিউজকে বলেন, পঞ্জিকা মতে এবার দেবী দুর্গার ঘোড়ায় আগমন ও দোলায় প্রত্যাবর্তণ হবে।

এদিকে সোমবার সকালে মহালয়ার দিন দেবীর ঘট স্থাপন করা হয়েছে। আর ১৯ অক্টোবর মহাষষ্ঠী থেকে দেবীর পূজা শুরু হবে। ২২ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের চার দিনব্যাপী উৎসব শেষ হবে।

শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু সুন্দর ও সফল করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্টরা জানান, সিলেটসহ বিভাগের চার জেলায় পারিবারিক ও সার্বজনীন (স্থায়ী ও অস্থায়ী) দুই হাজার চারশ’ ৪টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে জেলায় সার্বজনীন ও পারিবারিক পূজা ৫৮৩টি। মহানগরীতে সার্বজনীন পূজা ৪৩টি, পারিবারিক পূজা ১৮টি।

এছাড়া সিলেট জেলায় ৫শ’ ২২টি, মৌলভীবাজারে ৯শ’ ৫টি, সুনামগঞ্জ ৩শ’ ১৬টি এবং হবিগঞ্জে ৬শ’ মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এনইউ/জেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।