ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে গার্মেন্টস কর্মীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
টঙ্গীতে গার্মেন্টস কর্মীর আত্মহত্যা

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী এলাকায় শিরিন আক্তার (১৬) নামে এক গামেন্টস কর্মী ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

শিরিন মাদারীপুর সদর উপজেলার নয়াকান্দি বাজিতপুর এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে।



সোমবার (১২ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজিকে জানান, টঙ্গীর পশ্চিম আরিচপুর মদিনাপাড়া এলাকায় নাজিম উদ্দিনের বাড়িতে পরিবারে নিয়ে ভাড়া থাকতেন শিরিন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। রোববার মধ্যরাতে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করে শিরিন। বাসার লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে সোমবার সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।