ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

স্কুলের নামকরণ নিয়ে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
স্কুলের নামকরণ নিয়ে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের নামকরণ নিয়ে তিন গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।



এদের মধ্যে আহতরা হলেন- শফিউদ্দিন (৪০), ছবদুল হোসেন (৪৩), রিয়াজুল হোসেন (৩৫) ও সাইদুল ইসলামের (৪২) নাম জানা গেছে।

তাদের প্রাথমিক ‍চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে পাঠানো প্রস্তুতি চলছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা, পাটিকাডাঙ্গা ও ভোমরাডাঙ্গা গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের এগারো রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নামকরণ নিয়ে স্কুলের সভাপতি ইয়াকুব আলীর সঙ্গে স্কুলে প্রধান শিক্ষক ইয়াকুব আলীর দীর্ঘদিন ধরে রেষারেষি চলছিল।

সভাপতি ইয়াকুব আলীর দাবি স্কুলের নামের সঙ্গে চুয়াডাঙ্গা মৌজা লিখতে হবে। এদিকে প্রধান শিক্ষক ইয়াকুব আলীর দাবি নাম যা আছে তাই থাকবে।

এর জের ধরে সোমবার সকালে সভাপতি ও প্রধান শিক্ষকের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে চুয়াডাঙ্গা ও পটিকাডাঙ্গা গ্রামবাসী এক দল এবং ভোমরাডাঙ্গা আরেক দল হয়ে যায়। এ সময় ওই দুই দলের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার শুরু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগানের এগারো রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় পাঁচজন আহত হন। তবে, এখনও ওই তিন গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫ আপডেট: ১১৪০ ঘণ্টা
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।