ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

লোহ‍াগড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
লোহ‍াগড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার পৌর এলাকার গোপিনাথপুর গ্রামে বিথী বেগম (৩৪) নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী শাকিল মিয়া (৪০)। এ ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।



সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ওই গ্রামের ভাড়া বাসা থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, বরিশালের শাকিল মিয়া ও বিক্রমপুরের বিথী বেগম গেপিনাথপুর গ্রামে বাসা ভাড়া নিয়ে থাকতেন ও দিনমজুরের কাজ করতেন। তাদের চার বছরের একটি ছেলে রয়েছে।

সোমবার সকালে বিথীর কোনো সাড়াশব্দ না পেয়ে অনেক ডাকাডাকি করেন স্থানীয়রা। পরে ঘরের ভেতরে ঢুকে মেঝেতে বিথীর মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।