ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ভোলায় সাংবাদিকদের ফুটবল ম্যাচ-সাংস্কৃতিক সন্ধ্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
ভোলায় সাংবাদিকদের ফুটবল ম্যাচ-সাংস্কৃতিক সন্ধ্যা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলায় টেলিভিশন ও সংবাদপত্র সাংবাদিকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) ঈদ পূণর্মিলনী উপলক্ষে ভোলা প্রেসক্লাবের আয়োজনে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিকেল ৫টার দিকে ফুটবল খেলার উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম।

এ খেলায় টিভি সাংবাদিক দল পত্রিকা সাংবাদিক দলকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করেন। খেলার ১০ মিনিটের মাথায় টিভি দলের খেলোয়াড়
ছোটন সাহার ফ্রি-কিকে আত্মঘাতি গোলে এগিয়ে যায় টিভি দল। বিরতির পর মনিরুল ইসলামের গোলে আবারো এগিয়ে যায় টিভি সাংবাদিক দল। শেষ মুহুর্তে ২-০ গোলের ব্যবধানেই টিভি দল জয় লাভ করে।

খেলা শেষে বিজয়ী দলের মধ্যে পুরস্কার তুলে দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, ফয়সাল আহমেদ ও জেলা বিজেপির সাধারণ সম্পাদক আনেয়ার হোসেন প্রমুখ।

পরে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। এতে আবৃত্তি পরিবেশন করেন প্রেসক্লাব সম্পাদক সামস উল আলম মিঠু, তালহা তালুকদার বাধন ও আখতার।

সংগীত পরিবেশন করেন, আসমা আক্তার সাথী, তৃশা ভাওয়াল তিথী, জসিম রানা, এইচএম জাকির ও নৃত্য পরিবেশন করেন অহনা।

অনুষ্ঠানে ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সাংবাদিক পরিবার ছাড়াও হাজারো দর্শক এসব অনুষ্ঠান উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।