কক্সবাজার: ১০৩ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনতে মায়ানমারের ঢেকুবনিয়া এলাকায় সেদেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছে বাংলাদেশি প্রতিনিধি দলের।
এর আগে সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় প্রতিনিধি দল ঘুমধুম সীমান্ত দিয়ে মায়ানমার পৌঁছায়।
![](files/October2015/October12/Coxbazarm1_877806754.jpg)
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ১৭ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক ইমরান উল্লা সরকার এবং মায়ানমারের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মায়ানমারের ইমিগ্রেশন প্রধান সেন ওয়ান।
১৭ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক ইমরান উল্লা সরকার এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
আরএ