ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

১০৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে মায়ানমারে বৈঠক চলছে

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
১০৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে মায়ানমারে বৈঠক চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: ১০৩ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনতে মায়ানমারের ঢেকুবনিয়‍া এলাকায় সেদেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছে বাংলাদেশি প্রতিনিধি দলের।

এর আগে সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় প্রতিনিধি দল ঘুমধুম সীমান্ত দিয়ে মায়ানমার পৌঁছ‍ায়।

এ সময় মায়ানমারের ইমিগ্রেশন প্রধান সেন ওয়ান তাদের অভ্যর্থনা জানান।
 
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ১৭ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক ইমরান উল্লা সরকার এবং মায়ানমারের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মায়ানমারের ইমিগ্রেশন প্রধান সেন ওয়ান।

১৭ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক ইমরান উল্লা সরকার এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।