ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

দুর্গাপূজায় ১৪ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
দুর্গাপূজায় ১৪ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ

ঢাকা: শারদীয় দুর্গাপূজোৎসব আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ১৪ হাজার ৬৫১ মেট্রিকটন চাল বরাদ্দ দিয়েছে।

এ চাল জেলা প্রশাসকদের মাধ্যমে বরাদ্দের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর বরাবর মঞ্জুরী দেওয়া হয়েছে।



এ বছর দেশের ২৯ হাজার ৩০২ পুজামণ্ডপে সর্বোচ্চ ৫০০ কেজি করে চাল বিতরণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।