বরিশাল: বরিশাল মহানগরের গোরাচাঁদ দাস রোডের শ্যামবাবু লেনে পটকার বিস্ফোরণ ঘটনো হয়েছে।
রোববার (১১ অক্টোবর) গভীর রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আতঙ্ক ছড়াতে বা ভয় দেখাতে এমন ঘটনা ঘটনো হতে পারে, তবে বিষয়টি তদন্ত করা হবে।
স্থানীয়রা জানায়, রোববার দিবাগত রাত সোয়া ২টার দিকে গোরাচাঁদ দাস রোডের শ্যামবাবু লেনে বিকট শব্দ হয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তারা জানায়, একটি মোটরসাইকেলে দুই যুবক ঘটনাস্থলে অবস্থান নেওয়ার পরপরই এ শব্দের সৃষ্টি হয়।
রাতেই পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত জব্দ করে।
সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি) আনসারউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত জব্দ করেছে। প্রাথমিকভাবে এটি পটকা বলেই নিশ্চিত করা হয়েছে। ভয় দেখাতে এ ধরনের ঘটনা ঘটানো হতে পারে।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
আরএ