ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে জেলার প্রধান বাণিজ্যিক এলাকা বেগমগঞ্জের বিভিন্ন স্থানে একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের নেতৃত্বে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা থেকে চৌমুহনী বাজার পর্যন্ত দীর্ঘ চার কিলোমিটারব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।



এছাড়াও বেগমগঞ্জের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাসহ জেলার সর্বস্তরের মানুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, দেশের আঞ্চলিক অবস্থান ও সম্ভাবনা বিবেচনায় নিয়ে দেশের উপকূলীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় জেলা নোয়াখালীকে বিভাগ করা সময়ের দাবি।

তাই বৃহত্তর নোয়াখালী (ফেনী-লক্ষ্মীপুর-নোয়াখালী) ও বৃহত্তর কুমিল্লাসহ ছয়টি জেলা নিয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের জোরালো দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।