ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁও জেলা বাস শ্রমিক কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
ঠাকুরগাঁও জেলা বাস শ্রমিক কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা বাস-মিনিবাস শ্রমিক কল্যাণ পরিষদ গঠন করা হয়েছে। শ্রমিক নেতা কালামকে আহ্বায়ক করে এ পরিষদের ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

 

রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে ঠাকুরগাঁও বাস টার্মিনালে আয়োজিত এক অলোচনা সভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
 
সভায় উপস্থিত ছিলেন- জেলা মোটর মালিক সমিতির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাবেক সভাপতি রাম বাবু, সাধারণ সম্পাদক হায়দার আলী বাবলু ও রমজান আলী, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, গোলাম সারোয়ার, মঞ্জুরুল ইসলাম মিন্টু প্রমুখ।

নির্বাচন না হওয়া পর্যন্ত এ আহ্বায়ক কমিটি বহাল থাকবে ও শ্রমিকদের উন্নয়নে কাজ করবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

এ সময় নবগঠিত জেলা বাস-মিনিবাস শ্রমিক কল্যাণ পরিষদকে দুই লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন হাবিবুল ইসলাম বাবলু।

পরে বাস টার্মিনালের দ্বিতল ভবনে এ কল্যাণ পরিষদের কার্যালয় উদ্বোধন করেন মোটর মালিক সমিতির নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।